ক. মৌল, ভিত্তি ও প্রত্যায়িত শ্রেণীর বীজ ফসলের মাঠ পরিদর্শন, পর্যবেক্ষন ও প্রত্যয়ন প্রদান।
খ. গবেষণা প্রতিষ্ঠান, বিএডিসি এবং আন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ কার্যক্রম মনিটরিং এবং বীজ সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে প্রেরণ।
গ. সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে সরকার কর্তৃক ট্যগ মুদ্রণ পূর্বক আঞ্চলিক কার্যলয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বীজ প্রত্যযন কর্মকর্তা কর্তৃক বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ট্যাগ সরবরাহ ও তদারক করা।
ঘ. অনুমোদিত বীজ ডিলার কর্তৃক বীজের মান সঠিক আছে কি না যাচাই করার লক্ষে দোকান পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ।
ঙ. অঞ্চলভিত্তিক হাইব্রিড ধানের ট্রায়াল বাস্তবায়ন এবং বীজের মান যাচাইয়ের জন্য মার্কেট মনিটরিং করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS